যেভাবে ভারতীয় ভিসায় ‘নতুন রুট’ যুক্ত করবেন 12/03/2020


পাসপোর্টে রয়েছে ভারতীয় ভিসা। যশোরের বেনাপোল, চুয়াডাঙ্গার দর্শনা, ট্রেন ও এয়ারে যাওয়ার সুযোগ তো রয়েছেই। সড়ক পথে যেতে চান দার্জিলিং। প্রয়োজন লালমনিরহাটের বুড়িমারি বা পঞ্চগড়ের বাংলাবান্দা রুটের অনুমোদন।

আপনার জন্যই ভারতীয় ভিসায় নতুন রুট যুক্ত করার সুবিধা চালু করেছে ভারতীয় হাইকমিশন। ফলে একজন আবেদনকারী ভারতের ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং গেদে/হরিদাসপুর রেল ও সড়কপথ ছাড়াও অতিরিক্ত দু’টি রুটের জন্য আবেদন করতে পারবেন।

কিভাবে করবেন?
প্রথমে এই ঠিকানা (https://bit.ly/2FA05Zn) থেকে ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে পূরণ করুন। এবার পাসপোর্ট ও সদ্য তোলা এক কপি ছবিসহ ফরমটি ঢাকাস্থ যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভিসা কেন্দ্রে জমা দিন।

এই আবেদন গ্রহণের জন্য ভিসা কেন্দ্রে রয়েছে আলাদা কাউন্টার। ফরম জমা দেওয়ার সময় কাউন্টারেই প্রতি রুটের জন্য ৩০০ টাকা করে জমা দিতে হবে।

ভিসা আবেদনের সময় যে ছবি ব্যবহার করেছিলেন সেই ছবিও এই ফরমের সঙ্গে দিতে পারবেন। ফরম জমা দেওয়ার পর ৫-৭ কর্মদিবসের মধ্যেই নতুন রুটের অনুমোদনসহ পাসপোর্ট পেয়ে যাবে।

Leave a Comment