সেন্ট মার্টিন দ্বীপের আকর্ষণীয় ৪০ টি হোটেল ও রিসোর্টের তথ্য 29/09/2020


ভ্রমণপ্রেমিদের কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গার মাঝে অন্যতম হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ 'সেন্ট_মার্টিন'
কক্সবাজারের টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় এ দ্বীপটি অবস্থিত। কক্সবাজার থেকে সেন্টমার্টিন এর উদ্দেশ্যে এম ভি কর্ণফুলী এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে বিলাসবহুল জাহাজ বে ওয়ান সহ  টেকনাফ থেকে বেশ কিছু শিপ সিজনের সময় চলাচল করে। সেন্ট মার্টিন যাওয়ার অন্যান্য শিপগুলো মূলত অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু থেকে চালু হয়ে মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত চলে। তাই অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন যাওয়ার সময়কাল ধরা হয়। তবে টেকনাফ থেকে ট্রলার সারা বছর চলাচল করে। কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) , বি আই ডব্লিও টিএ ঘাট থেকে প্রতিদিন নিয়মিত ছেড়ে যাচ্ছে এম ভি কর্নফুলী এক্সপ্রেস জাহাজ টি। শিপ টিকেট নিয়ে বিস্তারিত জানতেঃ ০১৬৮৯৭৭৭৪৪৪

তবে রাত যাপনের জন্য দ্বীপে হোটেল বা রিসোর্ট ঠিক করতে গিয়ে সমস্যায় পড়তে হয় অনেকেরই। তাদের সুবিধার্থে ৪০ টি হোটেল ও রিসোর্টের পরিচিতি তুলে ধরা হল।

1 ) SKD Amar Bari Beach Resort 

প্রাইভেট বিচ রিসোর্ট, সেইন্ট মার্টিনের পশ্চিম বিচে অবস্থিত রিসোর্টটি যে কোন ভ্রমন পিপাশুকে মুগ্ধ করবে । প্রায় ৩০০ শতাংশ জায়গার উপর অবস্থিত রিসোর্টটিতে রয়েছে ১০ টি রুম এবং ৫ টি তাবু । নান্দনিক সৌন্দর্যের এই রিসোর্টে রয়েছে কাঠের বাড়ি, কমলা বাড়ী, সবুজ বাড়ী ও নীল বাড়ী নামে ৪ টা কটেজ । ৪০০০ টাকা থেকে শুরু করে ৬৫০০ টাকা রুম ভেদে ভাড়া, বিচ সাইড তাবু গুলোতে থাকতে পারবেন ১৫০০ থেকে ৩০০০ টাকায় । 

রুম থেকে উকি দিলেই দেখতে পারবেন সমুদ্রের ঢেউয়ের খেলা, শুনতে পারবেন সাগরের গর্জন । হ্যামকে দোল খেতে খেতে উপভোগ করতে পারবেন স্নিগ্ধ বিকেল । যারা বাজারের কোলাহল থেকে একটু দূরে নিরিবিলি কোন বিচ রিসোর্ট চান তাদের জন্য এটা সেরা একটি রিসোর্ট । 

বুকিং এর জন্যঃ 01873111888, 01873111999

        
 

2) Blue marine

ব্লু মেরিন নিঃসন্দেহে সেন্টমার্টিনের অন্যতম হোটেল। জেটি থেকে সামান্য দূরত্বে অবস্থিত হোটেলটির অবকাঠামো খুবই চমৎকার। তিনতলা বিশিষ্ট এই হোটেলে ৩৪ টি বিলাসবহুল রুম সহকারে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এই রিসোর্টের এসি যুক্ত ডাবল বেডরুমের ভাড়া ১০০০০ টাকা এবং নন-এসি ৮০০০ টাকা। এছাড়া  ছয়জনের বেডরুম ৬০০০ ও দশজনের বেডরুমের ভাড়া ৫০০০ টাকায় ভাড়া পাওয়া যায়।বাজারের কাছে বলে এর আশেপাশে মানুষজনের সমাগম খুব বেশী। এছাড়া এই রুমগুলো থেকে সরাসরি বীচ দেখা যায় না। ফেইসবুকে ব্লু মেরিন হোটেলের রেটিং খুব ভালো ৪.৫০/৫.০০ (৬৫ টি রিভিউ)। ওয়েবসাইটঃ http://www.bluemarineholidays.com পেজঃ www.facebook.com/pg/Blue-Marine-Resorts    যোগাযোগঃ ০১৬৩২৫৫৫৩৩৩ (ঢাকা), ০১৭১৩-৩৯৯২৫০ (সেন্টমার্টিন)

          

3) Coral blue সেন্টমার্টিন দ্বিপ বাংলাদেশের সর্ব দক্ষিনে অবস্থিত আর সেন্ট মারটিনের সর্ব দক্ষিণে অবস্থিত এই কোরাল ব্লু রিসোর্ট। তাই কোরাল ব্লুকে বলা হয় লাস্ট টিপ অফ বাংলাদেশ। ২৫ বিঘার বেশি বিস্তৃত এই রিসোর্ট একদম বিচের উপর। কেউ যদি একদম নিরিবিলি সেন্টমার্টিন দ্বিপের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এই কোরাল ব্লুয়ের তুলনা হয় না। এই রিসোর্ট থেকে হেটেই ছেড়া দ্বিপ যাওয়া-আসা করা যায়। স্নরক্লিং করার জন্যে আদর্শ জায়গা এটি। সেন্ট মারটিনের রক বিচ, কেয়া বন, ম্যানগ্রভ এরিয়ার ভিন্ন ধরনের সেন্ট মারটিনের সৌন্দর্য উপভোগ করতে একবার হলেও ঘুরে আসা উচিত। এই রিসোর্টের রেস্টুরেন্টের খাবারের বেশ প্রশংসা রয়েছে। রিসোর্টের ভাড়া ৩০০০-৬০০০ টাকা।এই রিসোর্টটি একদম নিরিবিলি হওয়াতে প্রাইভেট বিচের আনন্দ পাওয়া যায়।

কোরাল ব্লু রিসোর্ট এর রেটিং খুব ভালো ৪.৮০/৫.০০   ফেইসবুক পেজঃ www.facebook.com/coralblueresort

যোগাযোগঃ ০১৬৩২৫৫৫৩৩৩, ০১৬৮৯৭৭৭৪৪৪ ,

            

 

4) Fantasy Hotel (ফ্যান্টাসি ফান)

সবচেয়ে লাক্সারি রিসোর্ট। এটি একটি থ্রিস্টার মানের হোটেল। হোটেল রয়েছে সুইট রুম, এসি ও নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক সরবরাহ। সকালের ব্রেকফাস্ট ফ্রি আরও রয়েছে সেন্টমার্টিন দ্বীপ ঘোরার জন্য নিজস্ব বৈদ্যুতিক সাইকেল।অয়েবসাইটঃ www.hotelfantasy.com     পেজঃ www.facebook.com/pg/FantasyHotelResort  যোগাযোগঃ 01635999000, 01844488083,

          

5) Atlantic Resort:

বীচে অবস্থিত লাবিবা বিলাস (বর্তমানে দ্যা আটলান্টিক নামে পরিচিত) রিসোর্টে রাত্রি যাপনের জন্য ৪৩ টি কক্ষ রয়েছে। এই রিসরতে খরচ একটু বেশি হলেও এর মান এবং ভিউ বেশ ভাল। আর এখানে থাকতে আপনাকে খরচ করতে হবে ৩৫০০ টাকা থেকে ১২০০০ টাকা পর্যন্ত।

01919318009, 01873111999

www.atlanticresortsaintmartin.com

6) Music Echo Resort: মিউজিক ইকো রিসোর্ট : দক্ষিণ পশ্চিম বিচে অবস্থিত এই রিসোর্টে রয়েছে আধুনিক তাবু এবং কোন্টেইনারে থাকার সুব্যাবস্থা। এই রিসোর্টটির নান্দনিকতা যে কাউকে মুগ্ধ করবে। সেন্টমারটিনের রক বিচের সৌন্দর্যের জন্যে এটি বেশ জনপ্রিয়। এই রিসোর্টে যেতে হলে জেটি ঘাট থেকে ট্রলার কিংবা স্পীডবোট নিয়ে কোরাল ব্লু রিসোর্টের সামনে নেমে হেটে যেতে হবে। এই রিসোর্টে যাওয়ার জন্যে যেই কষ্ট হবে তা এই বিচের সৌন্দর্যের কাছে খুবই তুচ্ছ। যোগাযোগ: 01713-339695

7) Kokonut Koral কোকনাট কোরাল রিসোর্টটিও দক্ষিন বিচে অবস্থিত । এখানকার সৌন্দর্য উপভোগ করতে চাইলেও একটু কষ্ট করতে হবে। জেটি ঘাট থেকে ট্রলার কিংবা স্পীডবোট নিয়ে কোরাল ব্লু রিসোর্টের সামনে নেমে হেটে যেতে হবে। আসাধারন সুন্দর এই রিসোর্টটিতে না গেলে এর প্রাকৃতিক বৈচিত্র উপলব্ধি করা সম্ভব না। রুম ভাড়া ৩০০০ -৫০০০ টাকা।

8) Samudro bilash

হুমায়ূন আহমেদের বাড়ি) ৫০০-১০০০ টাকা ভাড়ায় ৪ রুমের এই বাড়িতে অগ্রিম বুকিং দিয়ে আপনি থাকতে পারেন।

9)Sairi echo resort : দক্ষিণ বীচে নজরুল পাড়ায় অবস্থিত সায়রী ইকো রিসোর্ট নান্দ্যনিকতা অনন্য। সায়রী ইকো রিসোর্টের বিভিন্ন ক্যাটাগরির ১৮ টি রুমে ১৫০০ থেকে ৩০০০ টাকায় রাত্রিযাপনের সুযোগ রয়েছে। যোগাযোগঃ 01689777444, 01610 555500

10) Coral View : কোরাল ভিউ রিসোর্ট (Coral View Resort) : সেন্টমার্টিন জাহাজ ঘাটের বাম পাশে অর্থাৎ পূর্ব বীচ সংলগ্ন কোরাল ভিউ রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। কোরাল ভিউ রিসোর্টে সি ভিউ রুমের ভাড়া ২৫০০ থেকে ৬০০০ টাকা। যোগাযোগঃ 01980 004777, 01980 004778

11) Sea Inn: সেন্টমার্টিন বাজারের কাছে এর অবস্থান। ২৬টি কক্ষের এই হোটেলে প্রতি রুমের ভাড়া ২,০০০-৩,৫০০ টাকা। এখান থেকে সমুদ্র দেখার কোনো উপায় না থাকলেও হোটেলটি বেশ পরিপাটি। যোগাযোগ: ০১৯১৯৩১৮০০৯, ০১৬৭৩১১১৭৭৭

12) Prasad Paradise: প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট (Praasad Paradise Resort) : সেন্টমার্টিন বাজারের ভেতর দিয়ে ব্লু মেরিন রিসোর্ট পার হয়ে আরো কিছুটা উত্তর দিকে এগিয়ে গেলে সুদৃশ্য প্রাসাদ প্যারাডাইস। বিভিন্ন ধরনের ১৬টি রুমের যেকোন একটি ভাড়া নিতে খরচ করতে হবে ২০০০-৫০০০ টাকা। যোগাযোগঃ ০১৮৭৩১১১৯৯৯, ০১৭২০৩১৮০০৯

13) Prince Heaven; উত্তর বিচে অবস্থিত প্রাসাদ প্যারাডাইস সংলগ্ন প্রিন্স হেভেন রিসোর্টে মোট ২৪ টি কক্ষ এবং একটি রেস্টুরেন্ট রয়েছে। প্রিন্স হেভেন রিসোর্টের রুম ভাড়ার পরিমাণ ২৫০০-৩,৫০০ টাকা। যোগাযোগঃ 01689777444, 

14) Shopno bilash স্টুডেন্ট যারা একটু কম খরচে থাকতে চান তাদের জন্যে এই রিসোর্টটি বেশ ভাল। এই রিসোর্ট থেক বিচে হেটে যেতে সময় লাগবে ৫মিনিট। রুম ভাড়া ১২০০-২৫০০ টাকা।

15) Sand Shore হোটেল স্যান্ড শোর - বাজার এলাকায় এর অবস্থান। ২৪ ঘণ্টা বিদ্যুৎ সুবিধা ।  ভাড়া ১৫০০-২৫০০ টাকা । ০১৭৩৪৯৮৫৫৫৪

16) Sea Find বিচের খুব কাছে ভাল মানের এই রিসোর্ট নতুন হয়েছে। অবস্থান পশ্চিম বিচে। নন এসি রুম ২৫০০-৫০০০ এবং এসি রুম ১০,০০০ টাকা।

যোগাযোগঃ ০১৮৭৩১১১৯৯৯, ০১৭২০৩১৮০০৯

17) Abakash : অবকাশ হোটেলটি সেন্টমারটিনের পশ্চিম বিচে অবস্থিত। এটি বেশ পুরানো হোটেল হলেও বিচের একদম কাছে। রুম ভাড়া ১৫০০-৩০০০ টাকা।

18) Sea View (ভিউ রিসোর্ট এন্ড স্পোর্টস): অবস্থান নর্থ বীচে, জেটি থেকে সাত মিনিট হাটার দূরত্বে। নতুন ম্যানেজমেন্টের অধীনে এসে রিসোর্টেরর খোলনলচে একেবারে বদলে গেছে। সম্প্রতি যারা এখানে থেকেছেন, সবাই এই দ্বিতল রিসোর্টটির প্রশংসা করেছেন। নিজস্ব রেস্ট্যুরেন্টসহ এখানে ১৯ টি রুম ও ০৪ টি তাবু রয়েছে। সবচেয়ে বড়ো সুবিধা হলো, এর অধিকাংশ রুম থেকে সমুদ্র দেখা যায়। এছাড়া এখানে জুসবার, ফ্রি ওয়াইফাই (শিগগীর নাকি আসছে), ক্যান্ডেল লাইট ডিনার, স্পোর্টস ও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সুবিধা রয়েছে।

ভিউ রিসোর্ট এন্ড স্পোর্টসের প্রতি রুমের ভাড়া ১,৫০০-৩,০০০ টাকা। ফেইসবুকে এই রিসোর্টের রেটিং দেখলাম অসাধারন ৫.০০/৫.০০ (৫৫ টি রিভিউ)।

০১৮৪০-৪৭৭৭০৭ (ঢাকা), ০১৮৪০-৪৭৭৯৫৬ (সেন্টমার্টিন)

19) Nishorgo kutir:  পশ্চিম বিচে নিসর্গ কুটির বেশ নান্দনিক একটি রিসোর্ট। এই রিসোর্টটি একদম বিচ সংলগ্ন এবং নিরিবিলি। এই রিসোর্টে ১৫ টি ৪ জনের কটেজ এবং ২ জনের ২ টি কটেজ – মোট ১৭টি রুম রয়েছে। প্রতি রুম ভাড়া ৪০০০-৫০০০ টাকা এবং বিচ সংলগ্ন একটি রেস্টুরেন্ট রয়েছে। একদম বিচের উপর এই রিসোর্টের নান্দনিকতা যে কাউকে মুগ্ধ করবে। পেজঃ     ০১৬৮৯৭৭৭৪৪৪ (ঢাকা), ০১৮৭৩১১১৮৮৮ (সেন্টমার্টিন)

Facebook: Nishorgo kutir

       

 20) Nil Diganta (দিগন্তে রিসোর্ট):

দ্বীপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সুন্দর একটি রিসোর্ট। এর আয়তনও বেশ বড়ো। অস্তাচল, ছায়াবিথি, তরুছায়া ও নীপবন ক্যাটাগরিতে বিভক্ত এর মোট রুমের সংখ্যা ৩৮ টি। রেস্ট্যুরেন্টও রয়েছে এখানে। এই রিসোর্টের সমস্ত রুমই টিনশেড। রুমভাড়া ২,০০০-৪,৫০০ টাকা।

সমস্যা হলো, জেটি থেকে বেশ খানিকটা দূরে হওয়ায় ভ্যান ভাড়া গুনতে হবে অন্তত দু’শ টাকা। এছাড়া রুম থেকে বীচ দেখারও কোন সুযোগ নেই। তবে ফেইসবুকে এর রিভিউ ভালো নয় কেন, বুঝলাম না। রেটিং হলো ৩.১০/৫.০০ (১৪ টি রিভিউ)। ০১৭৩০-০৫১০০৫, ০১৭৩০-০৫১০০৬, ০১৭৩০-০৫১০০৭

21) Sun Set Serenity: সান সেট সিরানিটি রিসোর্টটি বেশ পরিপাটি এবং নিরিবিলি। জাটি থেকে বেশ দূরে পশ্চিম বীচে এর অবস্থান। এখানে মাত্র ৪ টি রুম রয়েছে। রুম ভাড়া ১০,০০০/- থেকে ১২,০০০/- টাকা (খাবারসহ)  Website: www.sunsetserenity.com

22) Dream Night (ড্রিম নাইট রিসোর্ট): পশ্চিম বীচের শেষ প্রান্তে অবস্থিত ড্রিম নাইট রিসোর্টের প্রতি কক্ষে ২ থেকে ৪ জনের রাত্রিযাপনের সুযোগ। ১৬ রুম বিশিষ্ট এই রিসোর্টে ১২টি ডাবল বেড রুম যার প্রতিটির ভাড়া ২৫০০ টাকা এবং ৪টি কাপল রুম যার প্রতিটির ভাড়া ২০০০-৩০০০ টাকা প্রতিরাত।এখানে ইনহাউজ গেস্টদের জন্য খাবারের ব্যবস্থা আছে।সেন্ট মার্টিন এর অন্যতম সেরা ভিউ আছে এখানে।সেবার মান ও চমৎকার। যোগাযোগ-০১৮১২১৫৫০৫০।

23) Panna Resort: পশ্চিম বীচে অবস্থিত পান্না রিসোর্টটি কম খরচে সাগর লাগোয়া পরিচ্ছন্ন রিসোর্টগুলোর মধ্যে অন্যতম। পান্না রিসোর্টে প্রতি রাতের জন্য রুম ভাড়া ১৫০০ টাকা থেকে ৩৫০০ টাকা। যোগাযোগঃ ০১৭৬৫ ১৫২৫৬৫

24) Marmaid: বাজারের থেকে ১০ মিনিটের দূরত্ব মারমেইড রিসোর্টটি বিচের কাছে হওয়াতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। রুম ভাড়া ২৫০০-৩০০০ টাকা। ০১৯১৯৩১৮০০৯,০১৬৮৯৭৭৭৪৪৪

25) Kingshuk Echo Resort: সেন্ট মারটিনে এসে প্রকৃতির সাথে মিসে যাওয়ার জন্যে সেন্ট মারটিনের পশ্চিম বিচে এই রিসোর্টটি অন্যতম। এই রিসোর্টের কিছু রুম থেকেই সাগর দেখা যায়।তাবুতে থাকার ব্যাবস্থাও অসাধারণ। গলাচিপার কাছে এই রিসোর্টের, ভাড়া২৫০০-৪০০০/। এই রিসোর্টে যেতে ভেন ভাড়া দিতে হবে আনুমানিক ৩০০ থেকে ৪০০ টাকা।যোগাযোগ : ঢাকা ঃ ০১৭৩৪৯৮৫৫৫৪ , সেইন্ট মার্টিনঃ ০১৮৭৩১১১৯৯৯

Kingshuk Echo Resort

26) CTB Resort: পশ্চিম বীচে অবস্থিত সি টি বি রিসোর্টে রাত্রিযাপনের জন্য রুম ভাড়া লাগবে ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত।যোগাযোগঃ 01701 741440   

27) Jol Poriঃ এই রিসোর্ট থেকে বিচে যেতে স্ম্য লাগবে ১০ মিনিট। নিরিবিলি এই রিসোর্টের ভাড়া ১৫০০ থেকে ২৫০০ টাকা

28) Simana peria: সীমানা পেরিয়ে রিসোর্ট (Shimana Periye Resort) : পশ্চিম বীচের সিমানা পারিয়ে রিসোর্টের বেশ সুনাম রয়েছে। এদের ভাড়া ২৫০০ হেকে ৪০০০ টাকা, যোগাযোগ: 01911-121292

29) Bela Sheshe সীমানা পেরিয়ে রিসোর্টের পেছনেই এটি অবস্থিত। ভাড়া আনুমানিক ১৫০০ ২৫০০ টাকা।

30) Dak Bangloঃ বাজারের কছে জেটি থেকে হাটার দূরত্ব সি-ইন্ হোটেলের উলটা পাশে সরকারি ডাক বাংলোর অবস্থান। বিচের থেকে দূরে হলেও ২৪ ঘণ্টা বিদ্যুতের ব্যাবস্থা রয়েছে এইখানে। ভাড়া ২০০০-৩০০০ টাকা।

31) Beach Campঃ যারা অল্প খরচে বিচের কাছে তাবুতে থাকতে চান তাদের জন্যে এটি ভাল জায়গা। ভাড়া ১২০০ থেকে ২৫০০ টাকা।

32) Jarif Resort : জেটি থেকে ১০ মিনিটের দূরত্বে বিচের খুব কাছেই এই জারিফ রিসোর্ট। ভারাঃ ১৫০০-২৫০০ টাকা।ভাড়াঃ ২৫০০-৪০০০ টাকা। যোগাযোগঃ ০১৭২০৩১৮০০৯

33) Khonik Nibash ঃ অবকাশ হোটেলের বিপরীত পাশে এর অবস্থান। বিচে যেতে সময় লাগবে ৫ মিনিট। ভারাঃ ১৫০০-২৫০০ টাকা।

34) Blu lagun: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত ব্লু লেগুন রিসোর্টের প্রতিটি কক্ষে ২ থেকে ৪ জন থাকার ব্যবস্থা রয়েছে। ব্লু লেগুন রিসোর্টের প্রতি দিনের জন্য ভাড়া গুনতে হবে ১৫০০ থেকে ৩৫০০ টাকা। যোগাযোগঃ 01815 012306, 01755 028993

35) Heritage resort হেরিটেজ রিসোর্ট উত্তর বিচে বেশ ভাল মানের রিসোর্ট। এখানে রুম ভাড়া ২৫০০-৪০০০ টাকা। রিসোর্টটিতে খাওয়া দাওয়ার সুব্যাবস্থা রয়েছে।

36) Samudro Kanon পশ্চিম বীচ, নেভী রোড়। ভাড়া ১২০০-২৫০০, যোগাযোগ : ০১৭১৩৪৮৬৮৬৬

37) Samudra Kutir: সেন্টমার্টিনের দক্ষিণ বীচের কোণাপাড়ায় সমুদ্র কুটির রিসোর্টটি অবস্থিত। এই রিসোর্টে রাত্রিযাপনের জন্য ২০০০ টাকা থেকে ৩৫০০ টাকা খরচ করতে হবে। যোগাযোগঃ 01858 222521

38) Sea Probal: সী প্রবাল রিসোর্ট (Sea Probal Resort) : উত্তর-পশ্চিম বিচ, যোগাযোগ: 01817 609829, 01756 208383

39) Daimond Sea Resort: পশ্চিম বীচ আবস্তিত এই ডায়মন্ড সি রিসোর্ট, ভাড়া ১২০০-২৫০০, যোগাযোগ: ০১৭৫৩৮১৭৪৪৯

40) Sailor Moon পশ্চিম বিচে একদম বিচের উপর সুন্দর একটি রিসোর্ট। সবগুলো রুম টিনের চালা হলেও সাগরের সৌন্দর্য উপভোগ করার জন্যে বেশ ভাল। এখানে ৪টি রুম রয়েছে ৪ জন করে থাকার মত। রুম ভাড়া ২৫০০-৩০০০ টাকা। যোগাযোগঃ 01816599400, 01720318009

কোন সময় যাচ্ছেন তার উপর নির্ভর করে খরচ কমাতে পারবেন। যদি অফ সিজনে যান তাহলে হোটেল বা রিসোর্ট ভাড়ায় অনেক ডিসকাউন্ট পাবেন। আবার সিজনে (নভেম্বর-মার্চ) গেলে যদি সাপ্তাহিক ছুটির দিন বা সরকারি কোন বন্ধের দিন ছাড়া যান তাহলেও হোটেল ও রিসোর্ট ভাড়া নিতে তুলনামূলক কম খরচ হবে। এছাড়া বীচ থেকে একটু ভিতরের দিকে গিয়ে খুঁজলে কিছু কম খরচে থাকতে পারবেন। একসাথে কয়েকজন বন্ধু মিলে গেলে ডাবল/ট্রিপল বেডের রুম নিয়ে শেয়ার করে থেকেও খরচ অনেক কমাতে পারবেন।

 

সেন্টমার্টিন প্যাকেজ, শিপ টিকেট , বাস টিকেত, এয়ার টিকেট অথবা যে কোন কর্পোরেট / ইভেন্ট/ফ্যামিলি ট্রিপের এর জন্য যোগাযোগ করতে পারেন TripSilo এর সাথে । 
ট্রিপসাইলো
ঢাকার অফিস ঠিকানাঃ
House # 477, Road #32, Mohakhali DOHS, Dhaka.
01635999000,01873111999, 01689777444

Leave a Comment