
ঢাকার কাছাকাছি জনপ্রিয় ৩৫ টি রিসোর্টের তথ্য
01/04/2017

বিশ্বের সবচেয়ে সুন্দর ৭ টি দেশ
20/02/2018

ঢাকা-কাঠমান্ডু বাস চলাচল শুরু ২৩ এপ্রিল
28/03/2018

রমন হোক শুধু নিজের সাথে
আমাদের সবারই মন চায় কোলাহল থেকে দূরে, সব ব্যস্ততাকে ছুটি দিয়ে, সকল যন্ত্রণাকে ভুলে গিয়ে প্রকৃতির সান্নিধ্যে একটু মুক্ত বাতসে নিশ্বাস নিতে। আর তাই বাক্স-পেটরা গুছিয়ে বেরিয়ে পরি ঘুরতে। ট্রেনে করে লম্বা একটা জার্নি একদম স্বপ্নের মত কোথাও চলে যাওয়া নির্জন পাহাড়ের চুড়ায় তাঁবু খাটিয়ে নদী থেকে সদ্য ধরা মাছ বারবিকিউ করার সময় জংলি এক কাপ চা খাওয়া আমাদের এমন সব স্বপ্নগুলো একতু হলেও পূরণ করতে আমরা বেরিয়ে পরি ঘুরতে।
ভ্রমন প্রিয় মানুষরা ব্যাস্ত সময়ের মাঝেও ভ্রমনের জন্য সময় বের করে নেয়। আমরা সবাই কমবেশি ঘুরতে পছন্দ করি । বছরের অন্তত ২/৩ বারতো যাওয়া হয়। সাধারণত আমরা বন্ধুদের সাথে বা পরিবারের সাথেই যাই। কিন্তু একা কি কখনো গেছেন ? শুধু নিজের সাথে ? নাহ বেশীরভাগ ক্ষেত্রে উত্তর না হবে। কারন আমার ভয় পাই একা চলতে । আমরা চাইনা হোটেল থেকে শুরু করে গাড়ি, খাওয়া- দাওয়া ঝামেলা নিতে । আরেকজনের উপর সব চাপিয়ে দিয়ে ঘুরতে আমরা বেশি পছন্দ করি। কিন্তু কখনো কি মনে হয়নি একবার যাই , শুধু নিজের সাথে । যেখানে আপনি শুধু একাই হাঁটবেন , একাই সব সিধান্ত নেবেন , যা মন চায় তাই করবেন ।
খুব বেশি দূরে না একা ঘুরতে চাইলে নিজের দেশের কিছু জায়গাতে( সাজেক, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সুন্দারবান) ঘুরে আসতে পারেন।
কিছু কিছু ব্যাপার আছে, যা আপনাকে যাওয়ার আগে অবশ্যই জানতে হবে । কারন আপনি একা যাবেন, ওখানে আপনাকে পরামর্শ দেবার মতো কাওকে পাবেন না । জেনে নেই একা ভ্রমনের কিছু পরামর্শ/ তথ্যঃ
একা ভ্রমন আপনার অনেক বড় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে। অনেক গল্প , অনেক সৃতি জমা হবে যা আপনি আপনার নাতি -নাতনিকে শুনাতে পারবেন । পরনির্ভরশীলতা কাটিয়ে নিজেই হাঁটুন , নিজের স্বাধীনতাকে কাজে লাগান। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একা ভ্রমন অনেক জরুরী । জীবনে অন্তত একবার একা ভ্রমনে যাওয়া উচিৎ। মনে রাখবেন যারা বাধা দিবে তার আসলে ভীতু , একা যাওয়ার সাহস তাদের নেই।
“ দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু । "
রবীন্দ্রনাথ ঠাকুর